কেউ মিস করবেননা, অসাধারণ একটি folder locker software 2015

আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে অসাধারণ একটি folder locker নিয়ে আলোচনা করবো। কারণ আমি এই software টি ব্যবহার করে খুব মজা পেয়েছি। তাই আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো কাজের কথায় আসি। প্রথমে software টি এখান থেকে ডাউনলোড করে নিন। এই সফটওয়্যার টি portable, তাই install করার জামেলা নেই। উপর থেকে যে সফটওয়্যার ডাউনলোড করেছেন, তা copy করুন। এখন আপনি যে folder লক করবেন ,সে folder এর মধ্যে সফটওয়্যার টি পেস্ট করুন।



এখন সফটওয়্যার টির মধ্যে দুইবার ক্লিক করে open করুন। এবার ok চাইলে ok দিন। এরপর আপনি দুইবার password দিন। এরপরে protect বাটন এ ক্লিক করুন। আনলক করতে চাইলে, লক করা folder এর ভিতর ঢুকে সফটওয়্যার এর মধ্যে দুইবার ক্লিক করুন। এবার password টা দিন। আপনি যদি লক অবস্থায় দেখতে চান,তাহলে virtual এ ক্লিক করে enter দিন। আর যদি পুরোপুরি আনলক করতে চান,তাহলে unprotect এ ক্লিক করে enter দিন। কাজ শেষ। এর বিশেষ গুণ হলো আপনি যদি c:drive ছাড়া অন্য কোনো drive এ এই সফটওয়্যার দিয়ে folder লক করেন, তাহলে আপনি opareting system change করলে ও লক করা ওই folder টি লক আগের মত থাকবে। এতে করে আপনার, লক করা folder এর কোনো সমস্যা হবেনা।

শেয়ার করুন

লেখকঃ

Muhammad Subel is a young and challanging web, graphics and logo designer. Big publisher at Adsense also.

পূর্ববর্তী পোষ্ট
ইহাই প্রথম পোষ্ট